না, কেবল তুলসী গাছে জল দিয়ে আর সাঁঝের বেলায় প্রদীপ দেখিয়েই নিজেই তুফানগঞ্জের ভোলাপেটা, চারালজানি, বাজাজামা চিলাখান গ্রামের মেয়েরা তাদের কর্তব্য শেষ করলেন না। স্বনির্ভর দলের সদস্য হিসেবে তারা তুলসীর সঙ্গে অশ্বগন্ধা, ভৃঙ্গরাজ, কালমেঘ, কুলেখাড়া আর স্টিভিয়ান চাষ করলেন এবং সমগ্র গ্রামবাসী সহ পঞ্চায়েতে সদস্য, স্কুলের ছাত্র-ছাত্রী এবং হাসপাতালের কর্মীদের রীতিমতো প্রশিক্ষিত করে তুললেন ভেষজ গ্রাম নির্মাণে। জলভূমির কাছে থানকুনি, বেড়ায় বাসক, ওলটকম্বল, অন্তর্বর্তী ফসল হিসেবে, ব্রাম্ভি কালমেঘ, ছায়া অঞ্চলে আদা, হলুদ ইত্যাদি গাছের পরিচর্যার ব্যাকরণ গোটা ব্লকের মানুষের এখন মুখে মুখে ফিরেছে। এই উৎসাহ সিঞ্চনের প্রধান উদ্যানপালক ড বাসক দিন্দা নিজেই বললেন এই নব্য, স্বয়ম্বর পরিবেশ রচনার কাহিনী।
ব্যারাকপুর এক নম্বর ব্লকে শিবদাসপুর এবং জেটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় কোটি টাকার পাঁচ রাস্তার সূচনা অনুষ্ঠানে উপস্থিত সেচমন্ত্রী পার্থ ভৌমিক, সাংসদ অর্জুন সিং, বিধায়ক ও জেলা পরিষদের পূর্ত ও পরিবহন অধ্যাপক নারায়ণ গোস্বামী