বেশ কিছুদিন ধরেই বাঁকুড়া জেলা সংবাদ শিরোনামে ।একটু ভেঙে বলি । এই জেলার বাঁকুড়া-১ ব্লকের গৌরীপুরে রয়েছে ৫৫০ শয্যার কুষ্ট হাসপাতাল । বর্তমানে হাসপাতালে রোগী রয়েছেন ৪৬৮ জন । তবে কুষ্ট থেকে মুক্তির পরও অনেকেই থেকে গিয়েছেন হাসপাতাল সংলগ্ন এলাকায় । এরই মাঝে বহুল প্রচলিত এক সংবাদপত্রের প্রথম পাতায় মাত্র ৭-৮ লাইনের একটি খবর পড়ে চোখ আটকে যায় । গৌরীপুর হাসপাতালের পাশেই থাকা মঙ্গলচন্ডী কুষ্ট কলোনিতে থাকা বেশ কয়েকটি পরিবার আবাস যোজনা ঘর নিতে অস্বীকার করেছে । তাদের বক্তব্য , ব্লক প্রশাসনের সহায়তায় মাথা গোজার ঠাঁই কিছুটা হলেও যখন রয়েছে , তখন নতুন করে আর সরকারি ঘর নেওয়ার কী প্রয়োজন ? বরং আবাস যোজনার ঘর পাক তাদের চেয়েও প্রান্তিক মানুষেরা । মনে হয়, মঙ্গলচন্ডী কলোনির কুষ্ঠ রোগ থেকে সেরে ওঠা ওইসব .......